বিদেশে ফার্মাসিস্ট হওয়ার চ্যালেঞ্জ

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ফার্মেসি পড়ছেন, তাদের একটি বড় অংশের স্বপ্ন থাকে বিদেশে ফার্মাসিস্ট হিসেবে কাজ করার । অনেকেই বিশেষভাবে অস্ট্রেলিয়ায় ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন । তবে এই পথে এগোতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যার মধ্যে অন্যতম একটি হলো একাডেমিক কারিকুলামের ভিন্নতা ।


বাংলাদেশের ফার্মেসি কারিকুলাম মূলত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করেই তৈরি। এখানে industry structure, pharmaceutical technology, drug production, quality control, marketing ইত্যাদি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এর প্রধান কারণ, আমাদের দেশের প্রায় ৯০% ফার্মাসিস্টই ইন্ডাস্ট্রিতে কর্মরত। হাতে গোনা কিছু প্রাইভেট হসপিটালে, আর সরকারিভাবে ১০-১২ জন ছাড়া আর কোথাও হসপিটাল ফার্মাসিস্ট খুঁজে পাওয়া মুশকিল । রিটেইল ফার্মেসিগুলোর কোনো বাঁধা ধরা নিয়ম নাই । তাই ফার্মেসি ব্যবসা পুরোটাই অনিয়ন্ত্রিতভাবে জেনারেল লোকজনদের দখলে । ফলে ফার্মাসিস্টদের সরাসরি পেশেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাকশনের সুযোগ প্রায় থাকে না।


অপরদিকে, অস্ট্রেলিয়ায় অধিকাংশ ফার্মাসিস্ট কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে রিটেইল ফার্মেসিতে এবং হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে হাসপাতালে সরাসরি রোগীসেবায় নিয়োজিত । সেই অনুযায়ী, তাদের একাডেমিক কারিকুলামও পেশেন্ট-কেয়ার ভিত্তিক । কিছুদিন আগে, আমার এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ান ফার্মাসিস্ট লাইসেন্স এক্সামের একটি sample question paper সলভ করার সময় বিষয়টি আমি হাড়ে হাড়ে টের পেয়েছি । সেখানে industry বা manufacturing সম্পর্কিত প্রশ্ন ছিল খুবই কম । বরং, অধিকাংশ প্রশ্ন ছিল patient-centered clinical practice সংক্রান্ত । Usual adult/child dose, dose calculation, strength, drug-drug interaction, adverse effects, contraindications, toxicity এ সম্পর্কিত প্রশ্ন ছিলো অনেক বেশি ।


যতক্ষণ প্রশ্নটা পড়েছি ততক্ষনই মনে হয়েছে আমি কোনো ফার্মাসিস্ট না, বরং ডাক্তার হিসেবেই পেশেন্টকে সরাসরি ট্রিটমেন্ট দিচ্ছি । কারণ বাংলাদেশের প্রেক্ষাপট, জব সেক্টর, এবং আমাদের একাডেমিক কারিকুলাম এই কাজগুলোকে ডাক্তারদের বলেই ধারণা দিয়েছে । এখানে পেশেন্ট সেন্ট্রিক সব রেসপনসিবিলিটি ডাক্তারদের বলেই ধরা হয় ।


তাই যারা ভবিষ্যতে বিদেশে ফার্মাসিস্ট লাইসেন্সিং পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, এবং ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চান তাদের এই বাস্তবতা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে ।


---- 17 July, 2025


LinkedIn ID

Post a Comment

0 Comments